আজকে বাংলা ইংরেজি আরবি তারিখ
এক নজরে দেখে নিই
আজকের বাংলা, ইংরেজি, আরবি তারিখ তারিখ (দিন/মাস ও বর্ষ)
প্রশ্নঃ আজ কি বার
উত্তরঃ বৃহস্পতিবার।।
আজকের বাংলা তারিখ: ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ।।
আজকের ইংরেজী তারিখ: ১১ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ।।
আজকের আরবী তারিখ: ৪ঠা মহর্রম, ১৪৪৬ হিজরি।।
প্রশ্নঃ এখান কি কাল?
উত্তরঃ- বর্ষাকাল
প্রশ্নঃ আজকের বাংলা কত তারিখ?
উত্তরঃ আজ ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ ।।
প্রশ্নঃ আজকের ইংরেজী কত তারিখ?
উত্তরঃ আজ ১১ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ।।
প্রশ্নঃ আজকের আরবী হিজরি কত তারিখ ?
উত্তরঃ আজকের আরবী তারিখ: ৪ ঠা মুহরম ১৪৪৬ হিজরি।।
প্রশ্নঃ বাংলা ১২ মাসের নাম কি?
উত্তরঃ -
বাংলা মাসের নাম নিচে উল্লেখ করা হলো।
১)বৈশাখ।
২)জ্যৈষ্ঠ মাস।
৩)আষাঢ়।
৪)শ্রাবণ।
৫)ভাদ্র।
৬)আশ্বিন।
৭)কার্তিক।
৮)অগ্রাহায়ণ।
৯)পৌষ।
১০)মাঘ।
১১)ফাল্গুন।
১২)চৈত্র।
প্রশ্নঃ ইংরেজী ১২ মাসের নাম কি কি?
উত্তরঃ ইংরেজি মাসের নাম নিচে উল্লেখ করা হলো।:
জানুয়ারি।
ফেব্রুয়ারি।
মার্চ।
এপ্রিল।
মে।
জুন।
জুলাই।
আগস্ট।
সেপ্টেম্বর।
অক্টোবর।
নভেম্বর।
ডিসেম্বর।
প্রশ্নঃ আরবী ১২ মাসের নাম কি?
উত্তরঃ আরবি ১২ মাসের নাম অর্থ সহ নিচে উল্লেখ করা হলো।
মহরম অর্থ (মর্যাদাপূর্ণ)।
সফর অর্থ (খালি কিংবা শূন্য)।
রবিউল আওয়াল অর্থ (বসন্তের শুরু)।
রবিউস সানি (আখের অর্থ হল শেষ )।
জমাদিউল আউয়াল (অর্থ জমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া)।
জমাদিউস সানি (উখরা শেষ)।
রজব (সম্মান করা)।
সাবান(ছেড়ে দেওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া)।
রমজান (জ্বালিয়ে দেওয়া)।
শাওয়াল (তোলা কিংবা উঠানো)।
জিলকদ (বসে থাকা )
জিলহজ (হজের মাস )
বাংলা সাত দিনের নাম সমূহ:-
শনিবার।
রবিবার।
সোমবার।
মঙলবার।
বুধবার।
বৃহস্পতিবার।
শুক্র বার।
আরবি সাত দিনের নাম সমূহ:-
ইয়াওমুস সাব্ত
ইয়ামুল আহাদ
ইয়াওমুল ইছনাইনিল আযীম
ইয়াওমুছ ছুলাছা
ইয়াওমুল আরবিয়া
ইয়াওমুল খামীস
ইয়াওমুল জুমুয়া
বাংলা ছয় ঋতুর নাম:-
বাংলাদেশে ছয়টি ঋতুর প্রতিটি ঋতুর মেয়াদ দুই মাস ধরা হয়ে থাকে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে
৬টি ঋতুতে ভাগ করা হয়েছে। যথাঃ
গ্রীষ্মকাল।
বর্ষাকাল।
শরৎকাল।
হেমন্তকাল।
শীতকাল।
বসন্তকাল।
Post a Comment