প্রশ্নঃ- ''আমাদের দেশ" (বাংলাদেশ) সম্পর্কে ১০ টি বাক্য লেখ?
উত্তরঃ- "আমাদের দেশ" বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্যঃ-
১. বাংলাদেশকে বলা হয় তেরোশত নদীর দেশ।
২. বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ।
৩. বাংলাদেশে ছয়টি ঋতুতে প্রকৃতি নানা সাজে সেজে ওঠে।
৪. বাংলাদেশ সূর্য ওঠার পূর্বদেশ
৫. বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা।
৬. বাংলাদেশকে বলা হয় ধানের দেশ।
৭. বাংলাদেশকে বলা হয় গানের দেশ।
৮. বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর।
৯. বাংলাদেশ হলো কবির দেশ।
১০. বাংলাদেশ হলো বীরের দেশ।
khob sundor
ReplyDeleteধন্যবাদ
ReplyDeletePost a Comment